Logo
Logo
×

আন্তর্জাতিক

মৌমাছি হত্যা করায় কর্মকর্তার শাস্তি দাবিতে থানা ঘেরাও

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পিএম

মৌমাছি হত্যা করায় কর্মকর্তার শাস্তি দাবিতে থানা ঘেরাও

মৌমাছি নিয়ে ৪টি গাড়িতে করে মৌচাষিরা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের লালগোলা থেকে উত্তর দিনাজপুর যাচ্ছিলেন। সেই সময় রঘুনাথগঞ্জে তাদের গাড়ি আটকে দেন জঙ্গিপুরের আঞ্চলিক পরিবহণ অফিসার (আরটিও)।

দীর্ঘ সময় গাড়ি আটকে রাখার কারণে দেড়শ বাক্সে থাকা কয়েক হাজার মৌমাছি মারা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ মৌচাষিরা জঙ্গিপুরের আরটিও অফিসারের শাস্তির দাবিতে বহরমপুর থানার সামনে বিক্ষোভ করেন।

মৌচাষিদের বক্তব্য- বর্তমানে আম, লিচু, জাম প্রভৃতি গাছে মুকুল ধরেছে। আর তা থেকে প্রচুর মধু পাওয়া যায়। মধুর মৌসুমে হাজার হাজার মৌমাছি মারা যাওয়ায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। 

তাদের বক্তব্য, মধু বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ হয়, সংসার চলে। তবে একসঙ্গে এতগুলো মৌমাছি মারা যাওয়ার ফলে তাদের পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। এভাবে মৌমাছির গাড়ি আটকে রাখা উচিত হয়নি। 

এ অবস্থায় আরটিও অফিসারের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন মৌচাষিরা। তাদের বক্তব্য, আরটি অফিসারের জন্য তাদের এত বড় ক্ষতি হয়েছে। তার কাছে আবেদন করা সত্ত্বেও তিনি সেই আবেদনে কর্ণপাত করেননি। 

মৌচাষিরা জানান, মৌমাছির মাধ্যমে তারা শুধু জীবিকা নির্বাহই করেন না, পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মৌমাছির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু শুধুমাত্র টাকা আদায়ের জন্য আরটিও গাড়ি আটকে দেওয়ায় হাজার হাজার মৌমাছি মারা গেল। তাই আমরা তার বিচার চাই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম