Logo
Logo
×

আন্তর্জাতিক

তিমিকে মানুষের মর্যাদার দাবি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০১:৩০ এএম

তিমিকে মানুষের মর্যাদার দাবি

ফাইল ছবি

নিউজিল্যান্ডের মাউরি জনগোষ্ঠীর রাজা তিমিকে মানুষের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন। সংকটাপন্ন এই প্রাণীকে রক্ষা করতে দেশটির সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

এ তথ্য দিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। এ নিয়ে বৃহস্পতিবার ‘ডিকলারেশন ফর দ্য ওশান’ নামের একটি ঘোষণাপত্র প্রকাশ করেন মাউরি রাজা তুহেইতিয়া পোটাটাউতে ভেরোহেরো সপ্তম।

ঘোষণায় বলা হয়, তিমির মধ্যে মানুষের মতো চলাফেরা, আচরণ ও নিজস্ব সংস্কৃতি প্রকাশের স্বতঃস্ফূর্ত ক্ষমতা রয়েছে। এতে মানুষের অনুরূপ মর্যাদা দেওয়া হলে তিমির সংরক্ষণ ও বংশবিস্তার ঝুঁকিমুক্ত হবে। তিমি অতিপ্রাকৃতিক প্রাণী হিসাবে পরিচিত মাউরিদের কাছে। নিউজিল্যান্ডের অনেক আদিবাসী তিমিকে সমুদ্রের দেবতা টাঙ্গারোয়ার পূর্বপুরুষ বলে মনে করেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম