Logo
Logo
×

আন্তর্জাতিক

জিম্মি বিনিময়ের আলোচনা করতে আজ মিসর যাচ্ছে ইসরাইলি প্রতিনিধিদল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম

জিম্মি বিনিময়ের আলোচনা করতে আজ মিসর যাচ্ছে ইসরাইলি প্রতিনিধিদল

ইসরাইলের বোমা হামলার পর দক্ষিণ গাজার খান ইউনুসে গলগল করে উড়ছে ধোঁয়া। ছবি:এএফপি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের বিনিময় চুক্তির বিষয়ে আলোচনায় অংশ নিতে আজ মিসরে যাচ্ছে ইসরাইলের একটি প্রতিনিধিদল। 

শনিবার ইসরাইলের একটি মিডিয়া আউটলেট চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি। 

চ্যানেল ১২ আরও জানায়, ইসরাইল ও হামাসের মধ্যে জিম্মি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনায় রোববার কায়রো যাবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ,অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এবং সামরিক গোয়েন্দা সংস্থা আমানের প্রতিনিধিদল। 

শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দোহা এবং কায়রোতে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনার অংশ নিতে তেলআবিবের প্রতিনিধিত্বকারী দলটি পাঠাতে সম্মত হয়েছিলেন। 

আরও পড়ুন: ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ফের ইসরাইলের হামলা, নিহত ১৭

এদিন 'তার দেশ গাজায় জিম্মি বিনিময় এবং দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা আবার শুরু করবে বলে' ঘোষণা দিয়েছিলেন তিনি। 

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। তবে বারবার আলোচনায় বসলেও সুনির্দিষ্ট কোনো ফলাফলে পৌঁছাতে পারছে না গাজা যুদ্ধের দুই পক্ষ ইসরাইল ও হামাস। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম