আগামী ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন। জাতীয় নির্বাচনকে ঘিরে পুরো দেশে রমরমা অবস্থা।
নির্বাচনে একজন প্রার্থী প্রচারণার জন্য কত টাকা খরচ করতে পারবেন, তার একটি সুনির্দিষ্ট নীতিমাল দিয়েছে নির্বাচন কমিশন।
পঞ্জাবের জলন্ধরে এক কাপ চা খাওয়াতে হলে প্রার্থী সর্বাধিক ১৫ টাকা খরচা করতে পারবেন। প্রচারে সিঙারা বা স্ন্যাকস খাওয়াতে গেলেও সিঙারা প্রতি সর্বাধিক ১৫ টাকা খরচা করতে পারবেন।
আবার মধ্যপ্রদেশের মান্ডালাতে কোনও প্রার্থী প্রচারে যদি একই মেন্যু রাখেন, তাহলে সর্বাধিক খরচ কত করা যাবে?
এক একটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভেদে কমিশনের নির্ধারিত রেট আলাদা। নির্বাচন কমিশন জানিয়েছে, অন্ধ্রপ্রদেশে প্রার্থী প্রচারে সর্বোচ্চ ৯৫ লাখ টাকা খরচ করতে পারবেন।
গোয়া, অরুণাচল প্রদেশ, সিকিমে সর্বাধিক ৭৫ লাখ টাকা খরচ করতে পারবেন। কেন্দ্রশাসিত অঞ্চলে ৭৫ থেকে ৯৫ লাখ টাকা খরচ করা যাবে।