Logo
Logo
×

আন্তর্জাতিক

একান্তে সানার জন্মদিন পালন করলেন শোয়েব

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৪:০৫ পিএম

একান্তে সানার জন্মদিন পালন করলেন শোয়েব

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক(বামে) ও তার স্ত্রী অভিনেত্রী সানা জাভেদ(ডানে)। ছবি:সংগৃহীত।

পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের জন্মদিন একান্তে উদযাপন করলেন তার স্বামী তারকা ক্রিকেটার শোয়েব মালিক। 

জন্মদিনের দুদিন পর তা উদযাপন করে স্ত্রীকে চমকে দিয়েছেন তিনি। খবর জিও নিউজের। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন্মদিনের পর একটি 'চমৎকার' পার্টি দেওয়ার জন্য স্বামী শোয়েবকে ধন্যবাদ জানিয়েছেন সানা। 

পোস্টে লাল-থিমযুক্ত জন্মদিনের পার্টির তিনটি ছবিও শেয়ার করেছেন তিনি।  

ছবিতে দেখা গেছে, পার্টিতে নীল রঙের কেকের সঙ্গে ছিল একগুচ্ছ লাল গোলাপ। আর পেছনে সাজানো ছিল লাল-কাল বেলুন।  

এদিন সানা পরেছিলেন রেশমি কাপড়, যা ছিল একটি সাদামাটা মেরুন স্লিভলেস শার্ট এবং একই রঙের অর্গানজা দোপাট্টাসহ ট্রাউজার। পরনে ছিল রূপালী রঙের হালকা গয়না। 

শোয়েবের পরনে ছিল খাকি প্যান্টের সঙ্গে ধূসর সবুজ বোতামসহ শার্ট। 

সানা জাভেদের জন্মদিন ছিল গত রোববার। এদিন একটি ইনস্টাগ্রাম পোস্টে স্ত্রীর তিনটি ছবিসহ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শোয়েব লিখেছিলেন— 'শুভ জন্মদিন সানা শোয়েব মালিক। '

চলতি বছরের ২০ জানুয়ারি নিজেদের বিয়ের ঘোষণা দিয়েছিলেন সানা ও শোয়েব। এর পর থেকেই আলোচনায় এই তারকা দম্পতি। 

শোয়েব মালিক এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন। আর সানা বিয়ে করেছিলেন পাকিস্তানের অভিনেতা ও গায়ক উমাইর জাসওয়ালকে। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম