Logo
Logo
×

আন্তর্জাতিক

৩০০ স্কুলছাত্রকে মুক্তি দিল অপহরণকারীরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৯:২১ পিএম

৩০০ স্কুলছাত্রকে মুক্তি দিল অপহরণকারীরা

নাইজেরিয়ায় অপহৃত ৩০০ স্কুলছাত্রকে মুক্তি দিল অপহরণকারীরা। দেশটির কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি বিষয়টি নিশ্চিত করেছেন। 

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিস্তারিত কিছু না জানিয়ে পোস্টে লেখা হয়েছিল- ‘অপহৃত কুরিগা স্কুলের শিশুদের অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।’ 

সেসময় উবা সানি নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা টিনুবুকেও ধন্যবাদ জানিয়েছেন। টিনুবুকে উল্লেখ করে তিনি বলেন, ‘শিশুদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আমাদের সঙ্গে ২৪ ঘণ্টা কাজ করেছেন।’ 

৭ মার্চ কাদুনার চিকুন জেলার কুরিগা গ্রামে এলইএ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে হামলাকারী মোটরসাইকেলে থাকা সশস্ত্র দস্যুদের দ্বারা ৩০০ জনেরও বেশি ছাত্রকে অপহরণ করা হয়েছিল। এরপর বন্দুকধারীরা ১ বিলিয়ন নাইরা মুক্তিপণ দাবি করেছিল। সিএনএন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম