Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ‘দ্বি-রাষ্ট্র’ সমাধান চায় মিসর ও রাশিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৪:৫৪ পিএম

গাজায় ‘দ্বি-রাষ্ট্র’ সমাধান চায় মিসর ও রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(বামে) এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি(ডানে)। ছবি:সংগৃহীত।

ফিলিস্তিনের গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ আলোচনায় তারা গাজা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। 

দুই নেতা বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ ফাহমি। খবর আনাদোলু এজেন্সির। 

আলোচনায় ফাত্তাহ আল-সিসি ও পুতিন বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে গাজার পরিস্থিতি এবং সেখানে যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন। 

আরও পড়ুন: যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরাইল

বিবৃতিতে আহমেদ ফাহমি আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন একটি যুদ্ধবিরতি, গাজায় মানবিক সহায়তা এবং এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান খোঁজার অগ্রাধিকারের বিষয়ে আল-সিসির সঙ্গে আলোচনা করেছেন। 

উল্লেখ্য,গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর অঞ্চলটিতে এ পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৩২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৪ হাজার ২০০ জন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম