সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের সার্ভার ডাউন সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তারা।
ইনসাইডার পেপারের বরাত দিয়ে শুক্রবারের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সামা টিভি।
বিভ্রাট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম অ্যাপে সকাল ৬টা ৩০ মিনিটে মোট ৪৮৮টি বিভ্রাটের খবর পাওয়া গেছে।
এসব বিভ্রাটের মধ্যে ৭০ জন্য ব্যবহারকারী লগইন সমস্যা, ১৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপের সমস্যার মুখোমুখি হয়েছেন। এ ছাড়া সার্ভার সংযোগ সমস্যার মুখোমুখি হয়েছেন ১১ শতাংশ ব্যবহারকারী।
ডাউনডিটেক্টর ডটকম আরও জানিয়েছে, গতকালও হাজার হাজার ব্যবহারকারীর জন্য ইনস্টাগ্রাম সার্ভার ডাউন ছিল। ৫ হাজারেরও বেশি ব্যবহারকারী এই প্ল্যাটফরমে তাদের অ্যাক্সেসের সমস্যার কথা জানিয়েছেন।
ইনস্টাগ্রাম সার্ভার ডাউন হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন ব্যবহারকারী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ব্যবহারকারী লিখেছেন, 'ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা টুইটারে ছুটে আসছেন। আমার জন্য বিনোদনের ব্যবস্থা করুন। এই ডাউনটাইমটি আমি আর কাটাতে পারছি না। '
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'আমি ভেবেছিলাম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হারিয়েছি অথবা কেউ এটিকে হ্যাক করেছে। ইনস্টাগ্রাম ডাউন হয়ে গেছে। শুভ রাত্রি। '