রাশিয়ার হামলায় ১০ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎহীন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৪:২১ পিএম
![রাশিয়ার হামলায় ১০ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎহীন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/22/image-787703-1711102810.jpg)
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে বড় হামলা করেছে রাশিয়া। এতে দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট অফিসের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হামলায় পূর্ব খারকিভ অঞ্চলের প্রায় সাত লাখ, দক্ষিণ ওডেসা ও দক্ষিণ-পূর্ব দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে কমপক্ষে দুই লাখ ও কেন্দ্রীয় পোলতাভা অঞ্চলে আরও এক লাখ ১০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
হামলায় অন্তত দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ইউক্রেন। দেশটির নৌবাহিনী জানিয়েছে, রাশিয়ার ১৫১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে ৯২টি ভূ-পাতিত করা হয়েছে।
এদিকে পূর্বাঞ্চলীয় আরও একটি গ্রাম হাতছাড়া হয়েছে ইউক্রেনের। এ নিয়ে গত এক সপ্তাহে ইউক্রেনের দুটি গ্রাম দখলে নিয়েছে রাশিয়া।
সম্প্রতি গোলাবারুদ সংকটে পড়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বেশ সাফল্য পেয়েছে রুশ বাহিনী। গত মাসে গুরুত্বপূর্ণ আভদিভকা শহর হাতছাড়া হয়েছিল ইউক্রেনের। এরপর চলতি সপ্তাহে শহরটির পশ্চিমে একটি গ্রাম দখলে নেয় রাশিয়া।