গাজায় আসন্ন দুর্ভিক্ষ সম্পূর্ণ মানবসৃষ্ট: জাতিসংঘ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০১:৩৭ পিএম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি:এএফপি।
উত্তর গাজায় আসন্ন দুর্ভিক্ষ 'সম্পূর্ণ মানবসৃষ্ট' বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
গুতেরেস বলেন, 'গাজার উত্তরাঞ্চলে আসন্ন দুর্ভিক্ষ একটি সম্পূর্ণ মানবসৃষ্ট বিপর্যয়।'
মঙ্গলবারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এক্সের পোস্টে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ইসরাইল ও হামাসের মধ্যে আবার যুদ্ধবিরতি আলোচনা শুরু
জাতিসংঘ মহাসচিব আরও বলেন,এই অঞ্চলটিতে 'অচিন্তনীয়, অগ্রহণযোগ্য, অযৌক্তিক কার্যকলাপগুলোকে প্রতিরোধ করতে আমাদের এখনই কাজ করতে হবে। '
এক আগে মার্চের মাঝামাঝি সময় থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় উত্তর গাজা দুর্ভিক্ষের শিকার হতে পারে বলে এক প্রতিবেদনে সতর্ক করেছিলেন গুতেরেস।