রাশিয়ার ক্রিমিয়া দখলকে কখনো স্বীকৃতি দেবে না তুরস্ক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০২:০৬ পিএম
২০১৪ সালের ১৬ মার্চ অনুষ্ঠিত এক গণভোটের মাধ্যমে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়া দখলে নিয়েছিল রাশিয়া। শনিবার রাশিয়ার ক্রিমিয়া দখলের এক দশক পূর্ণ হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
তবে ইউক্রেনের এই অঞ্চলটিকে রাশিয়ার 'অবৈধ অধিভুক্তিতে' স্বীকৃতি নেই তুরস্কের। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থনের ওপর জোর দিয়ে উপদ্বীপের বর্তমান পরিস্থিতিকে 'আন্তর্জাতিক আইনের লঙ্ঘন' বলে অভিহিত করেছে।
বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 'এই অঞ্চলের বিভিন্ন ঘটনাকে 'ঘনিষ্ঠভাবে' পর্যবেক্ষণ করবে আঙ্কারা। বিশেষ করে ক্রিমিয়ায় বসবাসকারী তাতার তুর্কিদের পরিস্থিতির দিকে বিশেষ নজর দেওয়া হবে। ' আর এ বিষয়টিকে তুরস্কের এজেন্ডার শীর্ষে রাখা হবে বলেও জোর দেন তিনি।