Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রথমবারের মতো গাজায় সাহায্য পাঠাল সাইপ্রাস 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০১:৪৭ পিএম

প্রথমবারের মতো গাজায় সাহায্য পাঠাল সাইপ্রাস 

গাজার উদ্দেশ্যে খাদ্য সহায়তা বহনকারী সাইপ্রাসের জাহাজ। ছবি: এএফপি।

প্রথমবারের মতো গাজায় খাদ্য সহায়তা পাঠিয়েছে সাইপ্রাস। একটি ত্রাণবাহী জাহাজে করে আসা এই সহায়তা শুক্রবার অঞ্চলটিতে পৌঁছেছে। 

মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, তাদের দল প্রায় ২০০ টন খাবার সাইপ্রাসের পাঠানো জাহাজ থেকে নামিয়েছে। খবর আল আরাবিয়ার। 

এএফপির ফুটেজ অনুযায়ী, মঙ্গলবার সাইপ্রাস থেকে খাদ্য সহায়তা নিয়ে যাত্রা শুরু করেছিল এই জাহাজ। 

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন আরও জানায়, তারা লার্নাকার সাইপ্রিয়ট বন্দরে শিম, টিনজাত মাংস, ময়দা, চাল এবং খেজুরের সরবরাহসহ আরেকটি নৌকা প্রস্তুত করছে।  

তবে গাজায় সাহায্য পৌঁছানোর জন্য আরও রাস্তা উন্মুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে গ্রুপের জুয়ান ক্যামিলো জিমেনেজ গাজায় সাহায্য পৌঁছানোর জন্য একটি মহাসড়কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম