Logo
Logo
×

আন্তর্জাতিক

মঙ্গল গ্রহে আগ্নেয়গিরির সন্ধান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৯:২৮ পিএম

মঙ্গল গ্রহে আগ্নেয়গিরির সন্ধান

মঙ্গল গ্রহে বড় ধরনের আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা। আগ্নেয়গিরিটি গ্রহটির নিরক্ষরেখার ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। সেখানে অ্যাসক্রেয়াস মনস, পাভোনিস মনস ও আরসিয়া মনস নামের আরও তিনটি আগ্নেয়গিরি রয়েছে।

আগে সন্ধান পাওয়া তিনটি আগ্নেয়গিরি বেশি ক্ষয়প্রাপ্ত ও কম উচ্চতার হলেও নতুন আগ্নেয়গিরিটি বেশ বড়।

প্রায় ৪৫০ কিলোমিটার ব্যাসের আগ্নেয়গিরিটির নিচে হিমবাহ থাকতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন, নাসার মার্স গ্লোবাল সার্ভেয়ারের তথ্যাদি বিশ্লেষণ করে আগ্নেয়গিরির অবস্থান শনাক্ত করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম