স্তন ক্যানসারে ভুগছেন মার্কিন অভিনেত্রী অলিভিয়া মুন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০২:৩৫ পিএম
মার্কিন অভিনেত্রী অলিভিয়া মুন। ছবি:সংগৃহীত।
স্তন ক্যানসারে ভুগছেন মার্কিন অভিনেত্রী অলিভিয়া মুন (৪৩)। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের এই অসুস্থতার কথা জানিয়েছেন তিনি।
বলেছেন,স্তন ক্যানসার শনাক্তের পর তার ডাবল ম্যাস্টেক্টমি করা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
ম্যাস্টেক্টমি হলো ক্যানসার রোগে একটি অথবা উভয় স্তনে আংশিক বা সম্পূর্ণরূপে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের জন্য চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত একটি শব্দ।
মুন জানান, প্রায় এক বছর আগে থেকেই স্তন ক্যানসারের উচ্চঝুঁকিতে ছিলেন তিনি। ডাক্তার সেই সময় তাকে নিয়মিত স্ক্রিনিংয়ের ১২ মাস আগে তাকে অতিরিক্ত স্ক্যান করার পরামর্শ দিয়েছিলেন।
ভক্তদের উদ্দেশ্যে মুন লিখেন, 'এক বছর আগেও আমার শরীরে ক্যানসার ধরা পড়েনি। তবে কিছু দিন আগে প্রাথমিক পরীক্ষার পর আমাকে একটি বায়োপসি করতে বলা হয়েছিল। বায়োপসির ফলে আমার উভয় স্তনেই লুমিনাল বি ক্যানসার ধরা পড়ে। '
'লুমিনাল বি একটি আক্রমণাত্মক, দ্রুত গতিশীল ক্যানসার' বলে উল্লেখ করেন তিনি।
ক্যানসার শনাক্তের পর ডাবল ম্যাস্টেক্টমির বিষয়ে তিনি জানান, 'আমি ভাগ্যবান। কঠিন কিছু হওয়ার আগেই এটি ধরা পড়েছে। '
উল্লেখ্য, কিছু দিন আগেই অস্কারের মঞ্চে লাল গালিচায় হেঁটেছিলেন মুন।