Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে রোজাদারের জন্য মমতার বিশেষ ‘প্যাকেজ’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০৭:৪৯ পিএম

পশ্চিমবঙ্গে রোজাদারের জন্য মমতার বিশেষ ‘প্যাকেজ’

বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ ভারতেও আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষ্যে মুসলিম দিনমজুরদের জন্য ‘রমজান বিশেষ প্যাকেজ’ চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ‘রমজান বিশেষ প্যাকেজ’ প্রদান করা হবে। নির্দিষ্ট পরিবারকে এ বিশেষ প্যাকেজ প্রদান করা হবে। প্যাকেজে থাকছে ভর্তুকির চিনি, ভর্তুকির ছোলা আর ভর্তুকির ময়দা। তুলনামূলকভাবে কম দামে বিশেষ প্যাকেজ পাবেন ভোক্তারা। 

খাদ্য সরবরাহ দফতর থেকে জানানো হয়েছে, ১১ মার্চ থেকে সেই প্যাকেজ দেওয়া হচ্ছে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত দেওয়া হবে। 

বিশেষ প্যাকেজে থাকছে এক কেজি চিনি, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। ছোলা এক কেজি, যার মূল্য ধরা হয়েছে ৬২ টাকা। আর ময়দা এক কেজি মূল্য ২৬ টাকা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম