Logo
Logo
×

আন্তর্জাতিক

ইইউর সদস্য হতে চায় আর্মেনিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১০:৩৪ পিএম

ইইউর সদস্য হতে চায় আর্মেনিয়া

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে চায় ককেশাস অঞ্চলের দেশ আর্মেনিয়া। পশ্চিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে ইইউর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার কথা বিবেচনা করছে দেশটি। 

শুক্রবার ইইউতে আর্মেনিয়ার যোগদানের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ান। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে মিরজোয়ান বলেছেন, বর্তমানে আর্মেনিয়ায় অনেকগুলো নতুন সুযোগ নিয়ে আলোচনা চলছে। 

ইইউয়ের সদস্যপদ পাওয়ার আলোচনাও এর মধ্যে আছে। তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী শহর আন্তালিয়ায় বৈশ্বিক এক কূটনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে এসব কথা বলেন। রয়টার্স। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম