Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রুনাই-মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় রোজা শুরু মঙ্গলবার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৭:০০ পিএম

ব্রুনাই-মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় রোজা শুরু মঙ্গলবার

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই এবং মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশ দুটি রোজা শুরুর ঘোষণা দিয়েছে।  

চাঁদ না দেখতে পাওয়ার ব্যাপারে ব্রুনাই বলেছে, রাষ্ট্রের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।

অপরদিকে মালয়েশিয়া বলেছে, রমজানের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি। ফলে আগামী মঙ্গলবার, ১২ মার্চ পবিত্র রমজান মাসের প্রথমদিন হবে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় ঘোষণা করেছে, মঙ্গলবার রমজানের প্রথম দিন এবং আগামীকাল সোমবার ৩০ শাবান পূর্ণ হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আজ পবিত্র এ মাসের চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র। এর বদলে পরের দিন ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন বলে জানিয়েছে তারা।

সূত্র: গালফ নিউজ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম