Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ায় মার্কিনিদের ওপর হামলার আশঙ্কা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম

রাশিয়ায় মার্কিনিদের ওপর হামলার আশঙ্কা

রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলতে সতর্ক করেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। তাদের আশঙ্কা, চরমপন্থিরা মার্কিন নাগরিকদের ওপর একটি হামলার পরিকল্পনা করছে। 

বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। দূতাবাসটি জানিয়েছে, মার্কিন নাগরিকদের ভিড় এড়িয়ে চলা এবং তাদের চারপাশের বিষয়ে সচেতন হওয়া উচিত। তবে হুমকির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। 

দূতাবাসের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, মস্কোতে কনসার্টসহ বড় ধরনের জনসমাবেশকে লক্ষ্যবস্তু করে চরমপন্থিদের হামলার পরিকল্পনার বিষয়ের প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করছে দূতাবাস।

মার্কিন নাগরিকদের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া উচিত।’ রয়টার্স।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম