Logo
Logo
×

আন্তর্জাতিক

'সুইডেনের ন্যাটোতে যোগদান সদস্যদের প্রায় দুই বছরের অক্লান্ত কূটনীতির ফসল' 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০১:৪৭ পিএম

'সুইডেনের ন্যাটোতে যোগদান সদস্যদের প্রায় দুই বছরের অক্লান্ত কূটনীতির ফসল' 

কয়েক দশকের নিরপেক্ষতার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে সামরিক জোট ন্যাটোতে যোগ দিল সুইডেন। বৃহস্পতিবার এই জোটের ৩২তম সদস্য হিসেবে যোগদান করেছে দেশটি। খবর সিএনএনের।
 
এদিন ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন যোগদান সম্পর্কিত নথিগুলো হস্তান্তর করেন। 

নথিগুলো গ্রহণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি সুইডেনের এই যোগদানকে ন্যাটো সদস্যদের 'প্রায় দুই বছরের অক্লান্ত কূটনীতির' ফসল বলে মন্তব্য করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটন ডিসিতে দেওয়া এক বিবৃতিতে উলফ ক্রিস্টারসন বলেন, ‘ন্যাটো সদস্য হিসেবে সুইডেনের পথপ্রদর্শক হবে ঐক্য ও সংহতি। আমরা আমাদের মিত্রদের সঙ্গে বোঝা, দায়িত্ব ও ঝুঁকি ভাগ করে নেব। '

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ অবস্থানে ছিল সুইডেন। এমনকি দুই বছর আগেও ন্যাটোতে যোগদান নিয়ে কিছু ভাবেনি দেশটি। 

কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সুইডেন এবং ফিনল্যান্ডের মতো দেশগুলোর জন্য হুমকি হয়ে ওঠে। নিজের দেশের নিরাপত্তা উদ্বেগ থেকেই দেশগুলো ন্যাটোতে সদস্যপদের আবেদন জানিয়েছিল। এই দুটি দেশের রাশিয়ার সঙ্গে প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার (৮৩২ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।

তবে আবেদনের পর প্রাথমিকভাবে কুর্দি ইস্যুতে সুইডেনের ন্যাটো সদস্য পদ প্রাপ্তিতে বাধা দিয়েছিল তুরস্ক। পরবর্তী সময়ে এ পথে মূল বাধা হয়ে দাঁড়ায় ‘রাশিয়ার মিত্র’ হিসেবে পরিচিত হাঙ্গেরি। তবে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় হাঙ্গেরি। এ অনুমোদনের ফলে সুইডেনের ন্যাটোর সদস্য পদ পেতে সব বাধা কেটে যায়।

ন্যাটোর নিয়মানুযায়ী, সব সদস্য দেশ অনুমোদন না দিলে নতুন কোনো দেশ এই জোটের সদস্য হতে পারে না। ফিনল্যান্ড গত বছরের এপ্রিলে ন্যাটোয় যোগ দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম