বিশ্বশান্তির শক্তি হবে চীন। বললেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার চীনের বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ ‘রাবার-স্ট্যাম্প পার্লামেন্টে’র ফাঁকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ওয়াং আরও বলেছেন, চীন স্থিতিশীলতার জন্য একটি শক্তি এবং বিশ্বের অগ্রগতির শক্তি হিসাবে অবিচল থাকবে। বক্তব্যে ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘকাল ধরে ইসরাইলের দখলদারিত্ব আর উপেক্ষা করা যাবে না।
মস্কোর সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেছেন। চীন-রাশিয়া সম্পর্ক একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। আলজাজিরা।