নওয়াজ শরিফের দুই ছেলেকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৯:৪৬ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরীফের দুই ছেলে হোসাইন নওয়াজ ও হাসান নওয়াজকে তিনটি দুর্নীতি মামলায় জবাবদিহিতা আদালতে ১২ মার্চের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। পানামা পেপার্স সম্পর্কিত এসব দুর্নীতি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। খবর জিও নিউজের
বৃহস্পতিবার তারা গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে সংশ্লিষ্ট আদালতে আবেদন করেছেন।
ইসলামাবাদ জবাবদিহি আদালতে এই আবেদন জানান তাদের আইনজীবী কাজী মিজবাহুল হাসান। এভেনফিল্ড এপার্টমেন্টস, আল-আজিজিয়া ও ফ্ল্যাগশিপ বিনিয়োগ সংক্রান্ত মামলায় তাদের গ্রেফতারি পরোয়ানা বাতিল চাওয়া হয় আবেদনে।
জবাবদিহি আদালতের বিচারপতি নাসির জাভেদ রানা নওয়াজপুত্রদের আবেদন গ্রহণ করেন। আইনজীবী আদালতকে বলেন, তারা দুজনেই সৌদি আরব ও যুক্তরাজ্যের বাসিন্দা। দুর্নীতি মামলায় নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজ ও ক্যাপ্টেন (অব.) সাফদারের সঙ্গে তাদের দুজনকেও অভিযুক্ত করা হয়।
আইনজীবী আদালতকে জানান, এখন তারা আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন এবং মামলাও মোকাবিলা করতে চান। এজন্য তারা ১২ মার্চ ইসলামাবাদে পৌঁছাবেন। তারা যাতে নির্বিঘ্নে আদালতে পৌঁছাতে পারেন, সেজন্য গ্রেফতারি পরোয়ানা বাতিল চাওয়া হয়েছে।