Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম

রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় চীন

ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় চীন। বেইজিংয়ে পার্লামেন্টের বার্ষিক বৈঠকের ফাঁকে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৃহস্পতিবার (৭ মার্চ) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। খবর রয়টার্সের।

ওয়াং বলেন, নতুন সহযোগিতা বৃদ্ধি করতে এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও সুসংহত করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।

তিনি বলেন, চীন সম্পর্কে আমেরিকা ভুল ধারণা অব্যাহত রয়েছে এবং দেশটি এখনও তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘নো লিমিট’ অংশীদারিত্ব ঘোষণা করেছিল চীন এবং রাশিয়া। তখন ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েক দিন আগে বেইজিং সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের বেইজিং সফরের পরই ‘নো লিমিট’ ঘোষণা করে দেশ দুটি। এর কয়েকদিনই পরই ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরু হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়ংকর স্থল যুদ্ধের সূত্রপাত করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম