Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে হার্টঅ্যাটাক বেড়েছে ৩৫ শতাংশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৫:১৩ পিএম

ইসরাইলে হার্টঅ্যাটাক বেড়েছে ৩৫ শতাংশ

হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরাইলিদের মধ্যে হার্টঅ্যাটাকের হার বেড়েছে ৩৫ শতাংশ। জেরুজালেমের শারে জেদেক মেডিকেল সেন্টারের কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর আল-জাজিরার

ইসরাইলের চ্যানেল সেভেন ব্রডকাস্টার প্রকাশিত এ গবেষণায় দেখা গেছে, ইহুদি জনগোষ্ঠীর মধ্যে জরুরি হার্টের রোগীর হার বৃদ্ধি পেয়েছে। তবে ইসরাইলের আরব জনগোষ্ঠীর মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে। 

শারে জেদেক কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিটের পরিচালক এলাদ আশের জানান,  যুদ্ধের প্রথম তিন মাসে প্রায় ১০০ জরুরি হার্ট অ্যাটাকের চিকিত্সা করা হয়েছে। গত বছর একই সময়ে যা ছিল মাত্র ৬৩। অর্থাৎ যুদ্ধের পর এ হার বেড়েছে ৩৫ শতাংশ।

তিনি আরো বলেন, জনগণের ওপর যুদ্ধের প্রভাব আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। যুদ্ধের কারণে মানুষ মানসিক চাপ, উদ্বেগ এবং ভয়ের মধ্যে থাকেন। এজন্য এ রোগীর সংখ্যা বেড়েছে।

প্রসঙ্গত, গাজায় ইসরাইলের বর্বরতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। আর আহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম