Logo
Logo
×

আন্তর্জাতিক

নওয়াজ-জারদারি কখনোই দেশের ক্ষতি করেননি: শাহবাজ 

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৪:৩৮ পিএম

নওয়াজ-জারদারি কখনোই দেশের ক্ষতি করেননি: শাহবাজ 

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।ছবি:সংগৃহীত।

পাকিস্তানের ২৪ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ। জাতীয় পরিষদে দেওয়া প্রথম ভাষণে শাহবাজ বড় ভাই নওয়াজ শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারির স্তুতি গান।খবর সামা টিভির।

শাহবাজ বলেন, 'নওয়াজ শরীফ এবং আসিফ আলি জারদারি কখনোই পাকিস্তানের স্বার্থের ক্ষতি করার কথা ভাবেননি। আমাকে এই পদে মনোনীত করায় আমি নওয়াজ শরীফকে অভিনন্দন জানাই। আমি বিলাওয়াল ভুট্টো, খালিদ মুকুব সিদ্দিকী, চৌধুরী সুজাত, সালিক হুসেন, আব্দুল আলিম খান, সরদার খালিদ মাগসি এবং দলের সব সদস্যদের নির্বাচনে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। '

রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরাচিত হয়ে বিজয়ী ভাষণে এসব কথা বলেন শাহবাজ। 

শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) সভাপতি আবদুল আলিম খান, পাকিস্তান পিপলস পার্টি এবং পিএমএলএনসহ সব সহযোগী দলকে ধন্যবাদ জানিয়েছেন। 

ভাষণে 'পাকিস্তানকে স্বয়ংসম্পূর্ণ' দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আরও বলেছেন,'আমরা যদি একত্রিত হয়ে পাকিস্তানের ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিই তাহলে আল্লাহর ইচ্ছায় আমরা পাকিস্তানের সামনে থাকা চ্যালেঞ্জগুলোকে পরাজিত করব এবং পাকিস্তানকে তার সঠিক অবস্থানে নিয়ে যাব। '
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম