Logo
Logo
×

আন্তর্জাতিক

স্পিকার পেল পিএমএল-এন, ডেপুটি স্পিকার পিপিপির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১১:৫৮ এএম

স্পিকার পেল পিএমএল-এন, ডেপুটি স্পিকার পিপিপির

স্পিকার ও ডেপুটি স্পিকার। ছবি: ডন

পাকিস্তানের জাতীয় পার্লামেন্টে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। স্পিকার হয়েছেন সরদার আয়াজ সাদিক। তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সমর্থিত। অপরদিকে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিএমএল-এন নেতৃত্বাধীন জোটের যৌথ প্রার্থী আয়াজ সাদিক জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন। তিনি ২৯১ ভোটের মধ্যে ১৯৯ ভোট পেয়েছেন। একটি ভোট অবৈধ ঘোষণা করা হয়। জাতীয় পরিষদের স্পিকার হিসেবে শপথও নিয়েছেন তিনি।

স্পিকার পদে পিটিআই সমর্থিত প্রার্থী আমির ডোগার পেয়েছেন ৯১ ভোট।

অপরদিকে  পিপিপির গোলাম মোস্তফা শাহ জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। তিনি পার্লামেন্ট সদস্যদের ১৯৭ জন সদস্যের সমর্থন পেয়ে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।

তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) জুনায়েদ আকবর, যিনি ৯২ ভোট পেয়েছেন।

খবরে বলা হয়েছে, ডেপুটি স্পিকার পদে মোট ২৯০টি ভোট পড়ে, যার মধ্যে ৮টি অবৈধ বলে বাতিল করা হয়।

নির্বাচিত হওয়ার পর পরই নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান স্পিকার সরদার আয়াজ সাদিক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম