Logo
Logo
×

আন্তর্জাতিক

ভয়াবহ দাবানল টেক্সাসে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৬:০৭ এএম

ভয়াবহ দাবানল টেক্সাসে

ভয়াবহ দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। প্রায় ৪ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। টেক্সাসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানল।

রাজ্যের বনবিভাগ জানিয়েছে, টেক্সাসের দাবানল পাশের রাজ্য ওকলাহোমায়ও ছড়িয়ে পড়েছে। দাবানলের ছোবল থেকে মাত্র তিন শতাংশ এলাকা রক্ষা পেয়েছে। বাকি সব পুড়ে গেছে। বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কম ছিল।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে বলা হয়েছে। জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানিয়েছে, টেক্সাস ও ওকলাহোমাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম