Logo
Logo
×

আন্তর্জাতিক

মস্কোতে দাফন হবে নাভালনির লাশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম

মস্কোতে দাফন হবে নাভালনির লাশ

প্রেসিডেন্ট পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি। কারাগারে তার আকস্মিক মৃত্যুতে ব্যাপক আলোচনা শুরু হয় রাশিয়াজুড়ে। তার লাশও পরিবারের কাছে হস্তান্তর করছিল না কর্তৃপক্ষ। মৃত্যুর ৮ দিন পর নাভালনির লাশ দেখতে পেয়েছিলেন তার মা। 

অবশেষে শুক্রবার মস্কোর বোরিসোভস্কয় কবরস্থানে দাফন করা হবে নাভালনির লাশ। অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানের পর স্থানীয় সময় বিকাল ৪টায় দাফনকার্য সম্পন্ন হবে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন এক মুখপাত্র। 

মঙ্গলবার নাভালনির মুখপাত্র কিরা এয়ারমিস বলেছিলেন, লাশ দাফন করতে তাদের বেশ কষ্ট করতে হচ্ছে। ২৯ ফেব্রুয়ারিই তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা ছিল। কিন্তু কোথাও তাকে দাফনের জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে ইভান ঝদানভ বলেন, ‘এটা দ্রুতই স্পষ্ট হয়ে গেল যে আশপাশে এমন একজনও নেই যে সেদিন একটি কবর খনন করতে পারে।’

বিবিসি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম