নবনির্বাচিত এমপিদের জন্য নওয়াজের মধ্যাহ্নভোজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফ।ছবি:সংগৃহীত।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হবে আজ। বৈঠকে সভাপতিত্ব করবেন পিএমএল-এন নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৈঠকে নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর এ সময়ই শাহবাজ শরিফকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করার সিদ্ধান্তের অনুমোদন দেবেন নওয়াজ শরিফ। খবর সামা টিভি।
নবনির্বাচিতদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়েছে।
পিএমএল-এন ও সহযোগী দলগুলোর বৈঠকও একই দিনে অনুষ্ঠিত হবে। বৈঠকে ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশল নির্ধারণ করা হবে।
আরও পড়ুন:পাকিস্তানে প্রধানমন্ত্রীর ঝড় থামতেই প্রেসিডেন্ট নিয়ে টানাটানি
অন্যদিকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) ও খাইবার পাখতুনখোয়া (কেপি) হাউসে সংসদীয় দলের বৈঠকও আজই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় দলটির জাতীয় পরিষদে তাদের যোগদান অথবা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হবে। এসআইসির সংসদীয় বৈঠকের সভায় আসাদ কায়সার, আমির ডোগার, ব্যারিস্টার গোহর আলী খান, রিয়াজ ফাতায়ানা এবং অন্যান্য এমপিরা উপস্থিত থাকবেন।