Logo
Logo
×

আন্তর্জাতিক

নবনির্বাচিত এমপিদের জন্য নওয়াজের মধ্যাহ্নভোজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম

নবনির্বাচিত এমপিদের জন্য নওয়াজের মধ্যাহ্নভোজ

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফ।ছবি:সংগৃহীত।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হবে আজ। বৈঠকে সভাপতিত্ব করবেন পিএমএল-এন নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বৈঠকে নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর এ সময়ই শাহবাজ শরিফকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করার সিদ্ধান্তের অনুমোদন দেবেন নওয়াজ শরিফ। খবর সামা টিভি।

নবনির্বাচিতদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়েছে। 

পিএমএল-এন ও সহযোগী দলগুলোর বৈঠকও একই দিনে অনুষ্ঠিত হবে। বৈঠকে ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশল নির্ধারণ করা হবে।

আরও পড়ুন:পাকিস্তানে প্রধানমন্ত্রীর ঝড় থামতেই প্রেসিডেন্ট নিয়ে টানাটানি

অন্যদিকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) ও খাইবার পাখতুনখোয়া (কেপি) হাউসে সংসদীয় দলের বৈঠকও আজই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় দলটির জাতীয় পরিষদে তাদের যোগদান অথবা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হবে। এসআইসির সংসদীয় বৈঠকের সভায় আসাদ কায়সার, আমির ডোগার, ব্যারিস্টার গোহর আলী খান, রিয়াজ ফাতায়ানা এবং অন্যান্য এমপিরা উপস্থিত থাকবেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম