প্রতিশোধ নেব না, আমার মন ও দপ্তরের দরজা সবার জন্য খোলা: মরিয়ম
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে সাড়াজাগানো ভাষণ দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। তিনি বলেছেন, আমি কারো ওপর প্রতিশোধ নেব না। সবার জন্য আমার মন ও দপ্তরের দরজা খোলা।
সোমবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের পার্লামেন্টে এসব কথা বলেন নওয়াজ কন্যা।
মুসলিম লিগের প্রার্থী মরিয়ম পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ভোটাভুটিতে আজ ২২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) পক্ষ থেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা আফতাব আহমাদ খান।তিনি শেষ পর্যন্ত ভোটাভুটি বয়কট করেন। খবর দ্য ডনের।
মুখ্যমন্ত্রী পদে জয়লাভের পর বক্তৃতায় মরিয়ম আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি কারো ওপর প্রতিশোধ নেবেন না বলে জানান।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনাদের জন্য আমার মন ও দপ্তরের দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে।
মরিয়ম মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি স্পিকার ও ডেপুটি স্পীকার পদে নির্বাচিতদের অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমার বক্তৃতা বিরোধীরা মনোযোগ সহ শুনবেন।
আরও পড়ুন: যেভাবে রাজনীতিতে এলেন মরিয়ম নওয়াজ
‘আমি সবার মুখ্যমন্ত্রী। যারা আমাকে ভোট দেননি তাদেরও। আমার দপ্তরের দরজা ও আমার মনের দরজা সবার জন্য সদা উন্মুক্ত। ‘
মরিয়ম জোটের দল বিশেষ করে পাকিস্তান পিপলস পার্টি, ইশতেখাম ই পাকিস্তান পার্টি ও পিএমএল-কিউ এবং পিএমএল জিয়াকে ধন্যবাদ জানান।
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পাকিস্তানের পাঞ্জাবের সাড়ে ১২ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। যারা কঠিন পরিস্থিতিতেও দেশের নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য আমি কাজ করব। আজ এক ইতিহাস রচিত হলো।