বাইডেনের ‘ক্ষ্যাপাটে পাগলের’ জবাবে বিদ্রূপ করে যা বললেন পুতিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ক্ষ্যাপাটে পাগল’ বলে গালি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর জবাবে পুতিন বাইডেনের বিদ্রূপ করে বলেছেন, ট্রাম্প নয়, তিনি বাইডেনেরই পক্ষে।
বৃহস্পতিবার ব্যঙ্গ হাসি দিয়ে তিনি বলেন, বাইডেন তার ব্যাপারে কেন এমন মন্তব্য করেন? এই মন্তব্য প্রমাণ করে- কেন বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চাইতে রাশিয়ার পছন্দের ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট। খবর-রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট বক্তব্যে পুতিনকে ‘ক্ষ্যাপাটে পাগল’ মন্তব্য করেছেন বিশ্বের হুমকি সম্পর্কে একটি বাক্যের অংশ হিসেবে। যেখানে তিনি বলেছেন, ‘সেই লোকটি (পুতিন) এবং অন্যরা পারমাণবিক সংঘাতের ঝুঁকি ও জলবায়ু পরিবর্তন থেকে মানবতার অস্তিত্বের জন্য হুমকি।’
আরও পড়ুন: পুতিনকে গালি দিলেন বাইডেন
রাশিয়ার রাষ্ট্রীয় টিভির একটি ফুটেজে দেখা গেছে, বাইডেনের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পুতিন ব্যঙ্গ করে হাসেন এবং মাটির দিকে তাকানোর আগে তার ঠোঁট কামড় দেন। বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে আমি বিশ্বাস করি, আমাদের জন্য বাইডেন অধিক পছন্দের প্রেসিডেন্ট। তিনি যা বলেছেন তা প্রমাণ করে- আমি একেবারেই সঠিক।’
৭১ বছর বয়সি পুতিন এর আগেও বাইডেন সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ৮১ বছর বয়সি বাইডেন রাশিয়ার পছন্দের প্রার্থী ছিলেন, যা নিয়ে বাইডেন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
এ ব্যাপারে পুতিন বলেন, ‘এটা এমন নয় যে, তিনি (বাইডেন) আমাকে বলতে পারেন, ‘ভোলোদ্যা, আপনাকে ধন্যবাদ, ভালো করেছেন। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, আমাদের জন্য কোনটি ভালো। আমি তখনো বলেছিলাম, আমি এখনো মনে করি আমি এটি পুনরাবৃত্তি করতে পারি বাইডেন।’