Logo
Logo
×

আন্তর্জাতিক

বুশরা বিবির জন্য আদিয়ালা জেল নিরাপদ নয়: আদালতকে কারা কর্মকর্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ পিএম

বুশরা বিবির জন্য আদিয়ালা জেল নিরাপদ নয়: আদালতকে কারা কর্মকর্তা

ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে আদিয়ালা জেলে স্থানান্তরের বিরোধিতা করেছে কারাগারটির কর্তৃপক্ষ। তারা বলছেন, আসামি দিয়ে ঠাসা ওই কারাগারে বুশরা বিবিকে রাখাটা নিরাপদ নয়।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) বুশরা বিবির আবেদনের শুনানি শুরু করেছে। সেই সময় তারা এসব কথা বলেন। খবর ডনের।

আদালতের সামনে হাজির হয়ে আদিয়ালা জেলের সহকারী তত্ত্বাবধায়ক ওয়াকিউজ জামান বলেন, কয়েদিতে ভরা ওই কারাগারে বুশরাকে রাখা হলে তা তার জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করবে।

তিনি বলেন, কারাগারে ২৫০ জনের বেশি নারী কয়েদি আছেন। জায়গা না থাকায় আবেদনকারীকে (বুশরা) কারাগারে রাখা যাচ্ছে না।

কারাগারের ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, তিনিই তার স্ত্রীকে আদিয়ালা কারাগারে ফিরতে বলেছেন।

বুশরা বিবির আবেদনে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি রায় ঘোষণার পর সকাল ১০টার দিকে তিনি জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। তখন আদিয়ালা কারাগারের উপ-তত্ত্বাবধায়ক বুশরা বিবিকে জানান, তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হবে। পরে বুশরাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে জানতে চাইলে কর্মকর্তারা বুশরা বিবিকে বলেন, একই দিনে প্রজ্ঞাপন জারি করে তার বাড়িটিকে সাব-জেল ঘোষণা করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, নিজেদের বাড়িকে সাব-জেল ঘোষণার জন্য আসামিপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। ইসলামাবাদের প্রধান কমিশনার নিজ বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান কমিশনারের জারি করা ওই প্রজ্ঞাপন বাতিল ঘোষণার জন্য বুশরা বিবি আদালতের কাছে আবেদন জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সাব-জেলে তাকে বন্দি রাখার জন্য অজানা কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেব ইসলামাবাদের প্রধান কমিশনারের কাছ থেকে জবাব চেয়েছেন। দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন তিনি।

চলতি বছর জানুয়ারিতে তোশাখানা দুর্নীতির এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। ইমরান খানকে আদিয়ালা জেলে রাখা হলেও বুশরাকে ওই কারাগারে না রেখে বানিগালার বাসভবনে স্থানান্তর করা হয়। ইমরান-বুশরা দম্পতির এ বাড়িকে সাব-জেল ঘোষণা করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম