গাজা ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল ব্রাজিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম
নেতানিয়াহু ও লুলা দ্য সিলভা
এবার ইসরাইলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে ব্রাজিল। দেশটিতে থাকা ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করার পাশাপাশি তেল আবিবে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে লুলা দ্য সিলভার দেশ। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট গাজা ইস্যুতে কড়া মন্তব্য করায় দেশটির বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় ইসরাইল।
এ বিষয়ে এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূতকে ‘পরামর্শের জন্য’ ডেকে পাঠানো হয়েছে।
এর আগে রোববার ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দ্য সিলভা (৭৮) ইসরাইলকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা' চালানোর জন্য অভিযুক্ত করেছিলেন। পাশাপাশি ইহুদিদের নির্মূল করার জন্য অ্যাডলফ হিটলারের অভিযানের সঙ্গে দেশটির কর্মকাণ্ডের তুলনা করেছিলেন তিনি। লুলার এমন মন্তব্যের জবাবে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেছিল নেতানিয়াহুর সরকার। এছাড়া ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের মন্তব্যকে ‘লজ্জাজনক ও গুরুতর' বলে অভিহিত করেছিলেন তিনি।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে লুলা সাংবাদিকদের বলেছিলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা ‘যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা’। এটি সেনার বিরুদ্ধে সেনার যুদ্ধ নয়। এটি একটি অত্যন্ত প্রস্তুত সেনাবাহিনী এবং নারী ও শিশুদের মধ্যে যুদ্ধ। ফিলিস্তিনি জনগণের সঙ্গে গাজা উপত্যকায় যা ঘটছে, তা ইতিহাসের অন্য কোনো মুহূর্তে ঘটেনি। আসলে যখন হিটলার ইহুদিদের হত্যা করার সদ্ধিান্ত নিয়েছিলেন তখন এটি ঘটেছে।
এর আগে লুলা ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামাসের হামলাকেও ‘সন্ত্রাসী' কাজ হিসেবে নিন্দা করেছিলেন। তার পর থেকে তিনি ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক অভিযানেরও সমালোচনা করে আসছেন।