Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে ‘অবাঞ্ছিত’ ব্রাজিলের প্রেসিডেন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯ পিএম

ইসরাইলে ‘অবাঞ্ছিত’ ব্রাজিলের প্রেসিডেন্ট

গাজায় ইসরাইলের গণহত্যাকে ‘হলোকাস্টে’র সঙ্গে তুলনা করায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এসরায়েল কাৎজ। খবর টাইমস অব ইসরাইলের

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লুলা তার বক্তব্য ফিরিয়ে না নেওয়া পর্যন্ত ইসরাইলে ‘অবাঞ্ছিত’ থাকবেন।

প্রেসিডেন্ট লুলার বক্তব্যের কারণে দেশটির দূতকে তলব করে ইসরাইল জানায়, লুলার এ মন্তব্য ইসরাইল কোনোদিন ভুলবে না, মাফও করবে না। তাকে (লুলা) জানিয়ে দেবেন, তিনি ইসরাইলে অবাঞ্ছিত। 

রোববার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের ৩৭তম সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুলা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকাস্টের (ইহুদি নিধন) সঙ্গে তুলনা করেছেন। 

তিনি বলেন, গাজা উপত্যকায় যা চলছে, তা যুদ্ধ নয়, গণহত্যা। এটি সেনাদের বিরুদ্ধে সেনার লড়াই নয়। এটি একটি অসম লড়াই। যেখানে শিশু ও নারীদের বিরুদ্ধে লড়ছে একটি সুসজ্জিত বাহিনী।

এ সময় লুলা দ্য সিলভা আরো বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে গাজা উপত্যকায় যা ঘটছে তা ইতিহাসের অন্য কোনো সময় ঘটেনি। 

এর আগে লুলার এমন বক্তব্যকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘অপমানজনক’ বলে উল্লেখ করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম