পিটিআইয়ের যে সিদ্ধান্তে অস্বস্তিতে জামায়াতে ইসলামী
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম
পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পিটিআই ইসলামাবাদে এক বৈঠকের পর সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট গঠন করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এবারের নির্বাচনে এই দলটি একটি আসনে বিজয়ী হয়েছে।
এর মাধ্যমে কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সংরক্ষিত নারী আসন এবং সংখ্যালঘু আসন টানতে চাইছে তারা। খবর ডনের।
এর আগে পিটিআই পাঞ্জাব ও কেন্দ্রে ওয়াহদাত-ই-মুসলিমিনের সঙ্গে জোট গঠন করে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে করে পিটিআই এর মুখপাত্র এর ঘোষণা দেন।
তবে এই সিদ্ধান্ত জামায়াতে ইসলামীকে অস্বস্তিতে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। জামায়াতে ইসলামীর সঙ্গে খাইবার পাখতুনখোয়ায় একই ধরনের একটি জোট গঠন করার কথা রয়েছে পিটিআই এর।
এর প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী বলেছে যে, খাইবার পাখতুনখোয়ায় পিটিআইয়ের সঙ্গে ‘সীমিত জোট’ গড়তে আগ্রহী নয় তারা।
প্রতিবেদনে আরো বলা হয়, বিরোধীদলের বেঞ্চে বসতে রাজি হওয়ার দুই দিন পর রোববার পিটিআই কেন্দ্রে, পাঞ্জাবে এবং খাইবার পাখতুনখোয়ায় সরকার গঠন করতে তাদের প্রচেষ্টা জোরদার করেছে। এর অংশ হিসেবেই তারা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে এই নতুন জোট গঠন করেছে তারা।
এদিকে খাইবার পাখতুনখোয়ায় পিটিআই পার্লামেন্টারিয়ানদের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়েছে। কারণ পিটিআই এর নেতারা প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রীসহ কয়েক জন নেতাকে দল থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে।