Logo
Logo
×

আন্তর্জাতিক

কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন করতে চায় পিটিআই, সঙ্গী এমডব্লিউএম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম

কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন করতে চায় পিটিআই, সঙ্গী এমডব্লিউএম

দলীয় প্রধান ইমরান খানের ছবি নিয়ে সমর্থকদের বিক্ষোভ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনায় তারা কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে সরকার গঠনের জন্য তারা মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম)-এর সঙ্গে হাত মেলাবে।

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মুখপাত্র রউফ হাসান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পিএমএল-এন, পিপিপি এবং এমকিউএম-পি এর সঙ্গে কোনো ধরনের আলোচনা নাকচ করেছেন। তিনি বরং জামায়াত-ই-ইসলামির (জেআই) সঙ্গে পিটিআই-কে খাইবার পাখতুনখাওয়াতে জোট গঠন করতে বলেছেন। এতে সংরক্ষিত আসন পাওয়া যাবে।

তিনি আরও বলেন, সরকার গঠন নিয়ে ইমরান খানের স্পষ্ট বার্তা হলো, যারা নির্বাচনে জিতেছে তাদের সরকার গঠনের অধিকার আছে।

‘গণতান্ত্রিক মূল্যবোধের জন্য দলের রাজনৈতিক সংগ্রাম চলমান রাখতে পিএমএল-এন, পিপিপি এবং এমকিউএম-পি ছাড়া আর সব রাজনৈতিক দলের কাছেই যাওয়ার এখতিয়ার আমাকে দিয়েছেন ইমরান খান,’ বলেন হাসান।

পাকিস্তানি গণমাধ্যম জি নিউজের প্রদর্শিত ফলাফল অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পার্লামেন্টে ৯২টি আসন পেয়েছে, আর পিএমএল-এন পেয়েছে ৭৯টি ও পিপিপি ৫৪টি।

সরকার গঠনের জন্য কোনো দলই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিএমএল-এন এবং পিপিপি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বতন্ত্র প্রার্থীরা। পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা জাতীয় পরিষদে সবচেয়ে বেশি আসনে জয় পাওয়ার পর এখন কোনো একটি দলে যোগ দেওয়ার জন্য তারা সময় পাবে ৭২ ঘণ্টা।

ফলে পিটিআই-কে এরই মধ্যে এমডব্লিউএম এর সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। জাতীয় পরিষদে দলটির আছে মাত্র একটি আসন। পাঞ্জাবে সরকার গড়তে হলে দলটিকে স্বতন্ত্রদের পাশাপাশি অন্যান্য দলের সঙ্গেও যোগ দিতে হবে।

পাকিস্তানের জিও নিউজ জানায়, মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস বলেছেন, তার দল নিঃশর্তে পিটিআই প্রতিষ্ঠাতার সিদ্ধান্ত মেনে নেবে।

পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান আলাদা এক বিবৃতিতে বলেছেন, দল প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থীর পাশপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং খাইবার পাখতুনখাওয়ার স্পিকার এবং ডেপুটি স্পিকারের মতো সাংবিধানিক পদগুলোর জন্য প্রার্থীর নাম ঘোষণা করবে বৃহস্পতিবারের মধ্যেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম