নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ করলেন পাকিস্তান জামায়াতের আমির
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ পিএম
সাধারণ নির্বাচনে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ সিরাজুল হক। সোমবার নিজেই তিনি পদত্যাগের কথা জানিয়েছেন বলে জিয়ো নিউজের খবরে বলা হয়েছে।
এক বিবৃতিতে সিরাজুল হক বলেন, চেষ্টা ও কঠোর পরিশ্রম করেও নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারেননি। নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আমি জামায়াতে ইসলামীর আমিরের পদ থেকে পদত্যাগ করছি।
এর পরপরই জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আমীর-উল-আযীম ১৭ ফেব্রুয়ারি দলের শূরার বৈঠক আহ্বান করেছেন। ওই বৈঠকে সিরাজুল হকের পদত্যাগের পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক লোয়ার দির-১ আসন থেকে জয়ী হতে পারেননি, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ বশির খান সিরাজুল হককে পরাজিত করেন।