নিজেদের প্রতীকে ভোট দিতে পারবেন না নওয়াজ, শাহবাজ ও হামজা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম
বাম দিক থেকে মরিয়ম নওয়াজ, নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফ। ছবি: জিও নিউজ
আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের আলোচিত জাতীয় নির্বাচন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ক্ষমতায় ফেরার ব্যাপারে ব্যাপক আশাবাদী। তবে দলটির শীর্ষ নেতারা তাদের নিজেদের প্রতীকে (সিংহ) ভোট দিতে পারবেন না।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে।
দ্য নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পিএমএল-এন দলের কর্মকর্তারা বলেছেন, নওয়াজ শরিফ, শাহবাজ শরিফ এবং হামজা শাহবাজ ন্যাশনাল অ্যাসেম্বলির (এনএ) ১২৮ নম্বর আসনের ভোটার। কিন্তু তারা তাদের দলীয় প্রতীক সিংহ মার্কায় ভোট দিতে পারবেন না। কারণ এনএ-১২৮ আসনটি জোটসঙ্গী ইস্তেহকাম-ই-পাকিস্তান-কে (আইপিপি) ছেড়ে দিয়েছে পিএমএল-এন।
দলটির কর্মকর্তারা আরও বলেছেন, জাতীয় পরিষদের এই আসনটিতে কোনো প্রার্থী দেয়নি পিএমএল-এন। বরং এখানে আইপিপি নেতা আউন চৌধুরীকে সমর্থন দিয়েছে দলটি, যার নির্বাচনী প্রতীক ‘ঈগল’।
অবশ্য পিএমএল-এনের তিন নেতাই পিপি-১৬১ (প্রাদেশিক) আসনে দলীয় প্রার্থী উমর সোহেলকে ভোট দেবেন, জানিয়েছেন দলটির দায়িত্বশীলরা।
প্রতিবেদনে বলা হয়েছে, দলের সিনিয়র নেতা ইসহাক দার (সাবেক অর্থমন্ত্রী) যে তালিকা শেয়ার করেছেন, সে অনুসারে পিএমএল-এন প্রার্থীরা ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশে ২১২টি এনএ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর প্রতিদ্বন্দ্বী বা মিত্রদের জন্য ৫১টি এনএ আসন উন্মুক্ত রেখেছে পিএমএল-এন।
এর মধ্যে পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ এনএ-১৫ (মানসেহরা) এবং এনএ-১৩০ (লাহোর) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে পিএমএল-এনের প্রধান সংগঠক নওয়াজ-কন্যা মরিয়ম নওয়াজ এনএ-১১৯ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর হামজা শাহবাজ লড়ছেন লাহোরের এনএ-১১৮ আসন থেকে।
এ ছাড়া পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ এনএ-১২৩ এবং এনএ-১৩২ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
প্রসঙ্গত, সাবেক ক্ষমতাসীন দলটি আসন্ন নির্বাচনের আগে প্রদেশে তাদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে জাহাঙ্গীর তারিনের আইপিপির সাথে একটি আসন সমন্বয় করার চুক্তি করে।