Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভীত নয় ইরান: আইআরজিসি প্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ভীত নয় ইরান: আইআরজিসি প্রধান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান ভীত নয় বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল হোসেন সালামি।

বুধবার এই হুশিয়ারি উচ্চারণ করে জেনারেল হোসেন সালামি বলেন, আমরা ইরানকে লক্ষ্যবস্তু করার বিষয়ে আমেরিকান কর্মকর্তাদের কাছ থেকে কিছু হুমকি শুনেছি। আমরা তাদের বলছি— আপনারা আমাদের পরীক্ষা করেছেন এবং আমরা একে অপরকে চিনি। আমরা কোনো হুমকিকে জবাবহীন ছেড়ে দিই না। আমরা যুদ্ধ চাই না, তবে আমরা এতে ভীত নই।

আরও পড়ুন: ইরানের সঙ্গে ছায়াযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে

গত রোববার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান-সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। এ ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হন। 

সূত্র: প্রেসটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম