Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৩ পিএম

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। বুধবার খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জিয়ো নিউজের খবরে বলা হয়, স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য উপজাতীয় জেলার সাদিকাবাদ ফাটক বাজার এলাকায় উপস্থিত হলে অজ্ঞাত হামলাকারীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাম্প্রতিক মাসগুলোতে বিশেষত বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পটভূমিতে এই হামলার ঘটনা ঘটল।   দেশের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু আইনপ্রণেতা ভোট বিলম্বের জন্য অনুরোধ জানিয়েছে।  

উল্লেখ্য, মঙ্গলবার বেলুচিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

আরও পড়ুন: যে অপরাধে ইমরান খানের ১০ বছরের জেল

 

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম