Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলার দাবি ইউক্রেনের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলার দাবি ইউক্রেনের

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলার দাবি করেছে ইউক্রেন। তাদের এ সফল হামলায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবহৃত সার্ভার অকেজো হয়ে পড়ে দাবি তাদের। এতে সাময়িকভাবে সামরিক ইউনিটগুলোর সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ ব্যাহত হয়।

ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিটের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সাইবার হামলার ফলে রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য বিনিময় বন্ধ হয়ে যায়।’

বিবৃতিতে আরো বলা হয়, সাইবার হামলা ‘চলমান’ ছিল।

এএফপি ইউক্রেনের এমন দাবি যাচাই করতে পারেনি এবং রাশিয়ার কর্মকর্তারা কিয়েভের হ্যাকিংয়ের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।
তবে রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার ঘোষণা করেছে যে একটি ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে দেশের বেশ কয়েকটি ইন্টারনেট সাইট বন্ধ হয়ে যায়। যদিও এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করা হয়নি।

রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ‘সমস্যাটি ডেমেন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনের’ সঙ্গে যুক্ত ছিল এবং মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সমস্যাটির সমাধান করা হয়। যদিও ‘প্রতিবন্ধকতাটি একটি নির্দিষ্ট সময়ের জন্য’ অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: অকাল প্রসবের আতঙ্কে কিয়েভের নারীরা

 
Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম