Logo
Logo
×

আন্তর্জাতিক

যে কারণে চাকরিজীবী স্ত্রীকে খুন করল বেকার স্বামী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

যে কারণে চাকরিজীবী স্ত্রীকে খুন করল বেকার স্বামী

প্রতীকী ছবি

বেকার স্বামীর হাতে খুন হয়েছে এক চাকরিজীবী নারী। বিমা, চাকরি ও ব্যাংক অ্যাকাউন্টে স্বামীকে নমিনি না করার জেরে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায়। নিহতের নাম নিশা নাপিত (‌৫১)।  তিনি দিন্দোরি জেলায় উপ-বিভাগীয় কর্মকর্তা ছিলেন। 

খুনের ঘটনায় নিহতের স্বামী মণীশ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চাকরি, বিমা ও ব্যাংক রেকর্ডে নমিনি করার জন্য দিনের পর দিন স্ত্রীকে অনুরোধ করেছিলেন মণীশ শর্মা। কিন্তু তাতে গুরুত্ব দেননি নিশা। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। 

দিন্দোরির পুলিশ সুপার অখিল প্যাটেল জানান, হত্যার পর স্ত্রীর লাশের কাছে ৬ ঘণ্টা টানা বসেছিলেন মণীশ। তারপর লাশ স্থানীয় একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান।  বিষয়টি দেখে চিকিৎসকদের সন্দেহ হলে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। 

নিহতের বড় বোন নীলিমা নাপিতের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই নিশার কাছে টাকা দাবি করা শুরু করেন মণীশ। তার বোন জামাই  বেকার। একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরিবারের কাউকে না জানিয়েই তারা বিয়ে করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম