জর্ডানে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। ছবি: আল-জাজিরা
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় জড়িত গোষ্ঠীর সঙ্গে তেহরানের সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিযোগ অস্বীকার করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানিকে উদ্ধৃত করে সোমবার দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
নাসের বলেন, অঞ্চলের বাস্তবতাকে পাল্টে দেওয়ার সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে এ দাবিগুলো করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার এক বিবৃতিতে জানায়, সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। হামলায় অন্তত ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত ৩৪ জন।
এদিকে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার বলেন, এ হামলার পেছনে আছে সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো।
হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন অঞ্চলটিতে উত্তেজনা কমাতে ইরানের প্রতি আবার আহ্বান জানিয়েছেন।