Logo
Logo
×

আন্তর্জাতিক

হুথি নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৭ এএম

হুথি নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে বিদ্রোহী মিলিশিয়াদের হামলার পেছনে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ হুথি নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই নেলসন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইসরাইলকে বিচ্ছিন্ন করলেই আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধ করা সম্ভব: ইরান

তিনি বলেন, লোহিত সাগর ও এডেন উপসাগরে বৈধভাবে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং তাদের বেসামরিক ক্রুদের ওপর হুতিদের অব্যাহত সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক সরবরাহ চেইন ও নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করার হুমকি সৃষ্টি করেছে। বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য স্বাভাবিক এবং স্বাধীন চলাচল গুরুত্বপূর্ণ।

নিষেধাজ্ঞা আরোপকারীদের মধ্যে গোষ্ঠীটির তথাকথিত ‘প্রতিরক্ষামন্ত্রী’ মোহাম্মদ আল-আতিফি এবং হুথি নৌবাহিনীর নেতারাও রয়েছেন।

ইরান সমর্থিত হুতিরা বলছেন, লোহিত সাগরে এই হামলা গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিশোধ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম