Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে আলাপ করতে ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

গাজা ইস্যুতে আলাপ করতে ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজা ইস্যুতে আলাপ করতে ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: গার্ডিয়ান

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরাইল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সফরে মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধোত্তর শাসনের বিষয়ে আলোচনা শুরু করার, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আরও সাহায্যের অনুমতি দেওয়ার বিষয়ে চাপ দেবেন ব্লিঙ্কেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় এবং যাদের প্রয়োজন তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে আরও কিছু পদক্ষেপ নেওয়ার জন্য ইসরাইল সরকারকে চাপ দেব।

অপরদিকে ইসরাইলি দুই সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে মাকিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তারা ব্লিঙ্কেনকে বলবেন, হামাসের হাতে আটক আরও জিম্মিদের মুক্তি না দেওয়া না হলে গাজার বেসামরিকদের অঞ্চলটির উত্তরে ফিরে যেতে দেওয়া হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম