Logo
Logo
×

আন্তর্জাতিক

বেলারুশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করল ইউক্রেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম

বেলারুশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করল ইউক্রেন

ছবি: সংগৃহীত

পরিস্থিতির মৌলিক পরিবর্তন ও ইউক্রেনের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগে বেলারুশ প্রজাতন্ত্র জড়িত থাকায় কারণে দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে ইউক্রেন।

সোমাবর বেলারুশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের প্রস্তাব উঠে ইউক্রেনীয় সংসদে। এ প্রস্তাব আনেন দেশটির মন্ত্রী তারাস মেলনিচুক। খবর রয়টার্সের।

তিনি জানান, পরিস্থিতির মৌলিক পরিবর্তন ও ইউক্রেনের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগে বেলারুশ প্রজাতন্ত্র জড়িত থাকায় কারণে চুক্তি বাতিলের এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৯৯২ সালের ডিসেম্বরে দুই দেশের সরকার মুক্ত বাণিজ্য চুক্তি করে। এ চুক্তি ও সম্পর্কিত দুটি প্রোটোকল বাতিল করার প্রস্তাব আনা হয়েছে। এর আগে রাশিয়ার হামলার পর মিনস্কের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করে ইউক্রেন।
দেশটির আইন অনুসারে, আন্তঃরাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে সংসদেই বাতিলের পদক্ষেপ নিতে হয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনের অন্যতম বাণিজ্য অংশীদারে পরিণত হয় বেলারুশ। সাম্প্রতিক যুদ্ধের আগে পর্যন্ত ইউক্রেনে উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি ও সার সরবরাহ করে আসছিল বেলারুশ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম