পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সোমবার নবাবশাহে জনসভায় ভাষণ দিয়েছেন। এ সময় পাকিস্তানের জনগণকে নানা আশ্বাস দিয়েছেন তিনি।
বিলাওয়াল বলেন, তার দল ক্ষমতায় যেতে পারলে দেশটির ১৭টি ফেডারেল মন্ত্রণালয় বিলুপ্ত করা হবে।
বিলাওয়াল বলেন, সংবিধানের ১৮তম সংশোধনীর পর ১৭টি ফেডারেল মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদেশসমূহে হস্তান্তর করা উচিত ছিল।
পিপিপি প্রধান বলেন, মন্ত্রণালয়গুলোতে ৩০ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং জ্বালানি, সারসহ বিভিন্ন খাতে এলিটদের সরকার ১,৫০০ বিলিয়ন রুপি ভর্তুকি দিয়েছে।
বিলাওয়াল বলেন, তার দল কার্ডের মাধ্যমে শ্রমিক ও কৃষকদের তহবিল সরবরাহের জন্য অভিজাতদের ভর্তুকি বন্ধ করবে।
২০১০ সালের ৮ এপ্রিল পাকিস্তানের সংবিধানের ১৮তম সংশোধনী পাস হয়। এর মাধ্যমে একাধিক ফেডারেল মন্ত্রণালয়কে বিভিন্ন দায়িত্ব অর্পণ করা হয়। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে তার সমস্ত নির্বাহী কর্তৃত্ব থেকে বিচ্ছিন্ন করে শুধু রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান করে তোলে।
তরুণদের দেশের ভবিষ্যত আখ্যায়িত করে পিপিপি প্রধান বলেন, পুরোনো রাজনীতিবিদরা অতীতের বিষয়।
বিলাওয়াল বলেন, ঘৃণা ও বিভাজনের রাজনীতি কবর দিয়ে দেশের সমস্যাগুলোর সমাধান করতে হবে।
তিনি উল্লেখ করেন, অর্থনীতি এবং জলবায়ুর মতো বিভিন্ন বিষয়ে পাকিস্তান এখন চ্যালেঞ্জের মুখে। পাকিস্তানি যুবকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে পিপিপি প্রধান বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তরুণদের বিদেশে চাকরি দেওয়ার ব্যবস্থা নিয়েছিলেন।
তিনি আরও বলেন, ১০ বছর আগে একটি পরিবার ৩৫ হাজার রুপি বেতনে উভয় ভরণপোষণ করতে পারতো। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একটি পরিবারের ৭০ হাজার টাকা বেতন প্রয়োজন।
বিলাওয়াল বলেন, মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে আগামী সরকারের পাঁচ বছরের মধ্যে বেতন দ্বিগুণ করার দায়িত্ব নেওয়া উচিত।
তিনি বলেন, পিপিপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য হারি কার্ড, শ্রমিকদের জন্য মজদুর কার্ড এবং যুবকদের জন্য নোজাওয়ান কার্ড চালু করা হবে। হারি কার্ডের মাধ্যমে মিল মালিকদের পরিবর্তে কৃষকদের ভর্তুকি দেওয়া হবে।
এ সময় বিলাওয়াল আশ্বাস দেন, ইয়ুথ কার্ডের মাধ্যমে চাকরি খোঁজা যুবকদের আর্থিক সহায়তা দেবে তার দল পাকিস্তান পিপলস পার্টি।