Logo
Logo
×

আন্তর্জাতিক

অনলাইনে অর্ডার করা খাবারে ওষুধের টুকরো, সমালোচনার ঝড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

অনলাইনে অর্ডার করা খাবারে ওষুধের টুকরো, সমালোচনার ঝড়

বিশ্বায়নের এ যুগে অনলাইনে কেনাবেচা ও খাবার অর্ডার ব্যাপক হারে বেড়েছে। তবে এসব খাবার ও পণ্য কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করলে বিভিন্ন বাজে পরিস্থিতির স্বীকার হতে হয়।

অনলাইন শপিংয়ের ক্ষেত্রে এক পণ্যের পরিবর্তে অনেক সময় অন্য পণ্য সরবরাহ করে ক্রেতাকে ধোঁকা দেওয়া হয়। তেমনি খাবারের ক্ষেত্রেও প্রায় মানসম্মত খাবার সরবরাহ করা হয় না। 

এবার ভারতের মুম্বাইয়ের এক ব্যক্তি খাবার অর্ডার করে অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়েছেন। অনলাইনে খাবার অর্ডার করার প্লাটফর্ম- সুইগি অ্যাপের মাধ্যমে মুম্বাইয়ের বিখ্যাত লিওপোল্ড ক্যাফে থেকে একটি মুরগি অর্ডার করেছিলেন উজ্জল পুরী নামের ওই ব্যক্তি। তবে খাবারের মধ্যে অর্ধগলিত ওষুধের টুকরো দেখে রীতিমতো হতবাক হয়েছেন তিনি।

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন উজ্জল পুরী। খাবারটির ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, এই ছিল আমার জন্য ক্রিস্টমাস সারপ্রাইজ। 

ওই পোস্টে তিনি সুইগিকেও ট্যাগ করেছেন। 

পোস্টটি ভাইরাল হওয়ার পর সুইগি ওই ব্যক্তির অভিযোগের জবাব দিয়ে জানায়, তার সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
 
উজ্জল পুরীর এ ঘটনার পর নানা মন্তব্য করেছে টুইটার ব্যবহারকারীরা। একজন লিখেছেন, লিওপোল্ড ক্যাফের পরিষেবা এবং গুণমান বছরের পর বছর ধরে হ্রাস পেয়েছে।

আরেকজন সুইগিকে মেনশন করে লিখেছেন, দয়া করে কারো কাছে খাবার সরবরাহের আগে তার মান ও স্বাদ পরীক্ষা করে নিন।

 

সূত্র: এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম