Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরাকে পিকেকের হামলায় তুরস্কের ৩ সেনা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

ইরাকে পিকেকের হামলায় তুরস্কের ৩ সেনা নিহত

ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় তিন তুর্কি সেনা নিহত ও আরও চারজন আহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসীরা ওই অঞ্চলে তুর্কি সেনাদের ওপর হামলা চালিয়েছে। খবর ডেইলি সাবাহর। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক বাহিনী পাল্টা হামলা চালিয়ে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু ও তাদের পালানোর পথে বিমান হামলা চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে। 

নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীটি প্রায়ই উত্তর ইরাকে গুপ্ত হামলা করে। তুর্কি সামরিক বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে নিয়মিত আন্তঃসীমান্ত অভিযান পরিচালনা করে থাকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম