Logo
Logo
×

আন্তর্জাতিক

সাত বছর পর হারানো ছেলেকে ফিরে পেলেন মা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম

সাত বছর পর হারানো ছেলেকে ফিরে পেলেন মা

সাত বছর পর হারানো পুত্রকে ফিরে পেয়েছেন পাকিস্তানের এক মা। দেশটির রাওয়ালপিন্ডির তাহলি মোহরি চৌকে ভিক্ষারত অবস্থায় মানসিক ভারসাম্যহীন সাবেক এই পুলিশ কর্মকর্তাকে খুঁজে পেয়েছেন তার মা।

২০১৬ সালে সন্তানকে হারিয়েছিলেন মা শাহিন আখতার। সাত বছর পর সন্তানকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। খবর ডনের। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেকে খুঁজে পাওয়ার পর পুলিশ তিন নারীসহ ভিক্ষুক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে এবং তাদের সহযোগীদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করে।

মুস্তাকিম খালিদ নামের ওই নিখোঁজ ব্যক্তি ভিক্ষুক চক্রের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তার মা।

এর আগে তার মা শাহীন আখতার সিভিল লাইন্স থানায় নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগে বলা হয়েছিল, তার মানসিক প্রতিবন্ধী ছেলে প্রায়ই হতাশার কারণে বাড়ি ছেড়ে চলে যেত। গ্রামবাসীরা সাধারণত তাকে ফিরিয়ে আনলেও ২০১৬ সালে চলে যাওয়ার পর আর ফিরে আসেননি মোস্তাকিম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম