Logo
Logo
×

আন্তর্জাতিক

বৈঠকে গ্রেনেড নিক্ষেপ কাউন্সিলরের, আহত ২৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম

বৈঠকে গ্রেনেড নিক্ষেপ কাউন্সিলরের, আহত ২৬

ছবি: সংগৃহীত

একটি গ্রাম কাউন্সিলের বৈঠকে তিনটি গ্রেনেড নিক্ষেপ করেছেন এক ডেপুটি কাউন্সিলর।  ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। এতে বৈঠকে অংশ নেওয়া ২৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় জাকারপাত্তিয়া অঞ্চলের কেরেতস্কি গ্রাম কাউন্সিলের দপ্তরে এই হামলা হয়। খবর বিবিসির।

আরও পড়ুন: মার্কিন বন্দি বিনিময়ে যে শর্ত দিল রাশিয়া

পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি।

গ্রেনেড হামলার সময় বৈঠকটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করা হচ্ছিল। ফুটেজে দেখা গেছে, বৈঠকে প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তপ্ত আলোচনা হচ্ছিল। এর মধ্যে ওই ব্যক্তি সেখানে প্রবেশ করেন। তিনি পরে একটু সামনে গিয়ে ৩০ সেকেন্ডের মতো দাঁড়িয়ে থাকেন। এর পরই বৈঠককক্ষের মাঝখানে তিনটি গ্রেনেড নিক্ষেপ করেন।

এ বিষয়ে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেনেড নিক্ষেপের ফলে ২৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। চিকিৎসকেরা গ্রেনেড হামলাকারীকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করছেন বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলার কারণে দেশটির অনেক সাধারণ মানুষের হাতে অস্ত্র চলে এসেছে। তবে এই হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম